সঠিক উত্তর হচ্ছে: করণ কারকে সপ্তমী
ব্যাখ্যা: ”জগতে কীর্তিমান হও সাধনায়” - - বাক্যে “সাধনায়” শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি।\n\nকরণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। অতএব ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ক এই করণ কারক বলে। যেমন - যে বরশি দিয়ে মাছ ধরা হয়।