সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ শামসুল হকের ‘নূরুলদীনের সারাজীবন’ নাটকের কদম আলী
ব্যাখ্যা: সৈয়দ শামসুল হকের দ্বিতীয় কাব্যনাট্য \'নূরলদীনের সারাজীবন\'_ যে কোনো বিবেচনায় এটি বাংলা কাব্যনাট্য ধারায় একটি অনন্য সংযোজন। এই রচনায় লেখকের পরিশ্রম ও মেধা সন্দেহাতীতভাবে লক্ষ্য করা যায়। একটি জনপদের সাবঅলর্টান ইতিহাস সংগঠিত করবার এই শিল্পসম্মত প্রয়াসকে কেবল উত্তর-ঔপনিবেশিক চেতনা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]