সঠিক উত্তর হচ্ছে: বেকরেল
ব্যাখ্যা: ১৮৯৬ খ্রিষ্টাব্দে বেক্যরেল ইউরেনিয়ামের লবণের দ্যুতির উপর গবেষণা করার সময় ঘটনাচক্রে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এই ঘটনা হতে বেক্যরেল তেজস্ক্রিয় বিকিরণ সংক্রান্ত বিষয়ে গবেষণা চালান। ১৯০৩ খ্রিষ্টাব্দে তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য মারি ক্যুরি ও পিয়ের ক্যুরির সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।