সঠিক উত্তর হচ্ছে: সাজাহান
ব্যাখ্যা: প্রথম ট্র্যাজেডি কৃষ্ণকুমারী কিন্তু প্রথম ঐতিহাসিক নাটক সাজাহান। দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি প্রথম ঐতিহাসিক নাটক। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূধনের লেখা প্রথম ট্রাজিডি নাটক।\nসৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইয়ের দ্বিজেন্দ্রলাল রায় অধ্যয়ে আছে, বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক সাজাহান। আর কৃষ্ণকুমারী হল মধুসুদন দত্তের বিদেশী লেখকের গল্প অবলম্বনে ট্র্যাজেডি, যা বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি- এটাও আছে উক্ত বইয়ের মধুসুদন দত্ত অধ্যয়ে।