সঠিক উত্তর হচ্ছে: রামমোহন রায়
ব্যাখ্যা: - সতীদাহ প্রথা নিষিদ্ধের অন্যতম নায়ক রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন ১৭৭২ সালে, হুগলির রাধানগর নামক স্থানে।
- ব্রাক্ষ্মণ সেবধি (১৮২১) রামমোহন রায় সম্পাদিত পত্রিকা।
-পত্রিকাটি দুই ভাষায়(ইংরেজী+ বাংলা) প্রকাশিত হতো।
- বাংলায় সম্বাদ কৌমুদি (১৮২১), পারসি ভাষায় মিরাৎ-উল-আখবার (১৮১৫) পত্রিকা সম্পাদনা করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।