সঠিক উত্তর হচ্ছে: ৪০তম
ব্যাখ্যা: মার্কিন প্রতিষ্ঠান মার্সার সম্প্রতি বিশ্বের ২০৯টি শহর নিয়ে ২০২১ সালের শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে।শীর্ষ ব্যবহুল শহরের তালিকা: প্রথম - আশখাবাদ (তুর্কমেনিস্তান), দ্বিতীয় - হংকং (চীন), তৃতীয় - বৈরুত (লেবানন)। সবচেয়ে কম ব্যয়বহুল শহর (২০৯তম) - বিশকেক (কিরগিজস্তান)। বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৪০তম।[তথ্যসূত্র: মার্সার ওয়েবসাইট]