নিচের অপশন গুলা দেখুন
- হুমায়ুন আজাদ
- শামসুর রাহমান
- আল মাহমুদ
- সৈয়দ শামসুল হক
আল মাহমুদ বাংলাদেশের প্রধান কবিদের একজন। তাঁর বিখ্যাত কাব্য সোনালী কাবিন।
এই কাব্যে সোনালী কাবিন নামে ১৪ টি সনেটের সমন্বয়ে একটি দীর্ঘ কবিতা রয়েছে।
অন্য কবিতগুলো হলো :
- জাতিস্মর
- পালক ভাঙার প্রতিবাদে
- ক্লামোফ্লাজ
- শোণিতে সৌরভ
- তোমার আড়ালে
আল মাহমুদের অন্যান্য কাব্য :
- কালের কলস
- লোক লোকান্তর
- অদৃষ্টবাদীর রান্নাবান্না
- বখতিয়ারের ঘোড়া
- দোয়েল ও দয়িতা
- পাখির কাছে ফুলের কাছে
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর