সঠিক উত্তর হচ্ছে: জিনজিরা
ব্যাখ্যা: সেন্টমার্টিন একটি ছোট দ্বিপ যা,বাংলাদেশের সীমানার সর্ব দক্ষিণে অবস্থিত। নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষনিয় পর্যটন এলাকা। এটি বঙ্গপোসাগরের উওর-পূর্ব অংশে এবং কক্রবাজারের টেকনাফ হতে ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আরবের কিছু নাবিক ২৫০ বৎসর পূর্বে এটি আবিস্কার করেন। তারা এটিকে “জাজিরা” নামকরণ করেন। বৃটিশ শাসনের সময়কালে এটিকে পুনরায় “সেন্টমার্টিন” দ্বিপ নামে নামকরণ করা হয়। বর্তমানে দ্বিপটির স্থানীয় নাম নারিকেল জিনজিরা।