সঠিক উত্তর হচ্ছে: নিউট্রন ও প্রোটন
ব্যাখ্যা: পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস : পরমাণুর কেন্দ্রে যে অতিক্ষুদ্র স্থানে পরমাণুর সমস্ত পজিটিভ আধান ও প্রায় সব ভর কেন্দ্রীভূত থাকে তাকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন কণা দিয়ে গঠিত। পরমাণুর নিউক্লিয়াস সর্বদা পজিটিভ তড়িৎ গ্রস্ত হয়।