সঠিক উত্তর হচ্ছে: শারমিন হক
ব্যাখ্যা: ফ্রান্সে বাংলাদেশিদের কলরব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফ্রান্সে মূলত রাজনৈতিক আশ্রয়, উচ্চশিক্ষা, বিভিন্ন ধরনের বৃত্তিসহ নানা কারণেই শিল্প সংস্কৃতি ও মানবাধিকারের তীর্থভূমি ফ্রান্সে আগমন ঘটে বাংলাদেশিদের।\n\nশুরুতে এ সংখ্যা হাতে গোনা হলেও বর্তমানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা ৫০ হাজারের কোঠা ছাড়িয়ে গেছে বলে ধারণা করছেন দীঘদিন ধরে এখানে বসবাসরত প্রবাসীরা। যদিও দূতাবাস বা সংশ্লিষ্ট সূত্রগুলোর কাছে এর সুনির্দিষ্ট কোন পরিসংখ্যান নেই।\n\nএক সময়ে এখানকার প্রবাসীরা আর্থিক প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন অর্ডিনারী জব করলেও বর্তমানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা রেস্টুরেন্ট ব্যবসা, ডিপার্টমেন্টাল স্টোর, ট্যাক্সিচালক, ফোন, আমদানি-রফতানি ব্যবসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ইত্যাদি ক্ষেত্রে অনেকেই সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। \n\nনিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে ধীরে ধীরে প্রবাসীরা নিজেদের অবস্থান জানান দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ফ্রান্সের মূলধারায় রাজনীতিতে বাংলাদেশি প্রজন্মের পদচারণা শুরু হয়েছে।\n\nফ্রান্সে শারমিন হক আব্দুল্লাহ (২৯) প্রথম বাংলাদেশি হিসাবে পিয়ার ফি (Pierrefitte) মিউনিসিপাল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের ২৩ মার্চ প্রথম দফা ও ৩০ মার্চ দ্বিতীয় দফায় কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তার দল সোশালিস্ট পার্টি সে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ষাট শতাংশ ভোট তাদের পক্ষে যায়।