সঠিক উত্তর হচ্ছে: শর্মিষ্ঠা
ব্যাখ্যা: \'শর্মিষ্ঠা\' বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাটক। মহাভারতের আদিপর্ব থেকে উপাদান নিয়ে শর্মিষ্ঠা, দেবযানী ও যযাতির গল্পকে মুখ্য করে বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাটক রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। এটি ১৮৫৯ সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঐতিহাসিক ট্রাজেডি নাটক \'কৃষ্ণকুমারী\'।