ব্যাখ্যা: উচ্চারণের গতিবেগ বা লয় এক মাত্রার হয় বলে তা স্বরবৃত্ত ছন্দ। এ ছন্দের মূল পর্বের সংখ্যা চার। এ ছন্দকে দলবৃত্ত/ লৌকিক/ শ্বাসাঘাত ছন্দ বলে। যেমন, বৃষ্টি পরে(৪)/ টাপুর টুপুর(৪)/ নদেয় এল(৪)/ বান(১).........
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।