সঠিক উত্তর হচ্ছে: বঙ্গ
ব্যাখ্যা: বাংলাদেশ ছিলো ইন্ডিয়া বা ভারতের বঙ্গপ্রদেশের পূর্বাঞ্চল যাকে পূর্ববঙ্গ বলা হতো। এবং সেই সাথে সিলেট অংশটি তখন ভারতের আসামের অংশ ছিলো।\n\nবাংলাদেশের নির্দিষ্ট প্রাচীন নাম নেই। পুরো বাংলা (পূর্ব-পশ্চিম) মিলে বঙ্গ বা বাংলা বা ভাঙ্গালা / বাঙ্গালা বলা হতো। পূর্ব বঙ্গকে আলাদা করে \"বাংলাদেশ\" ডাকা শুরু হয় পাকিস্তান আমলে।\n\n\nবাংলাদেশের পূর্ব নাম ভারতের পূর্ববঙ্গ ও সিলেট। পরে ভারত বিভাজনের ফলে বাংলাদেশ গিয়ে পড়ে পাকিস্তান অংশে। পূর্ব পাকিস্তান হিসেবে ছিলো ১৯৭১ সালের ২৫শে মার্চ পর্যন্ত। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশ নাম ধারন করে।