সঠিক উত্তর হচ্ছে: আ
ব্যাখ্যা: উপসর্গের প্রকারভেদ: বাংলা ভাষায় সাধারণত তিন প্রকার উপসর্গ আছে।\n1. তৎসম বা সংস্কৃত উপসর্গ\n2. বাংলা বা দেশী উপসর্গ\n3. বিদেশী উপসর্গ\n\nদেশী উপসর্গ সবমিলিয়ে ২১টি। যথাক্রমে- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।\nবাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই যুক্ত হয়ে থাকে।\nগর, ফুল, হাফ এগুলো বিদেশী উপসর্গ।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]