ব্যাখ্যা: স্বরসঙ্গতির (Vowel Harmony): একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বা উচ্চতাসাম্য বলে। যেমনঃ দেশি> দিশি, শিকা> শিকে, তুলা> তুলো, মোজা> মুজো, মিথ্যা> মিথ্যে, ফিতা> ফিতে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।