নিচের অপশন গুলা দেখুন
- Shadow Government
- Desk Government
- Bureaucracy
- Permanent Government
আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ \'\'Bureaucracy\'\'। ইংরেজি \'\'Bureaucracy\'\' শব্দটি এসেছে ফরাসি থেকে। ফরাসিতে শব্দটি এসেছে ফরাসি \'Bureau\' এবং গ্রিক \'Kratos\' শব্দের সমন্বয়ে। \'Bureau\' শব্দের অর্থ ডেস্ক বা অফিস এবং \'Kratos\' শব্দের অর্থ শাসন বা রাজনৈতিক ক্ষমতা। সুতরাং আমলাতন্ত্রের শাব্দিক অর্থ হচ্ছে \'\'Desk government\'\' বা \'\'দাপ্তরিক সরকার\'\'। আক্ষরিক অর্থে আমলাতন্ত্র বলতে বুঝায় আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদের শাসন। বাস্তবে আমলারা পরস্পর সুশৃঙ্খলভাবে সংযুক্ত এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বই (উন্মুক্ত)।