সঠিক উত্তর হচ্ছে: জার্মেনিয়াম
ব্যাখ্যা: প্রকৃতিতে তিন রকমের পদার্থ বিদ্যমান,
\nক) পরিবাহী (কন্ডাক্টর)
\nখ) অর্ধপরিবাহী (সেমি-কন্ডাক্টর)
\nগ) অপরিবাহী (ইনসুলেটর)
\nপরিবাহী পদার্থের ভেতর দিয়ে অনায়াসে মৌলিক কণিকা ইলেকট্রন প্রবাহিত হতে পারে।\nঅর্ধপরিবাহীর ভেতর দিয়ে কিছু শর্ত সাপেক্ষে ইলেক্ট্রনের প্রবাহিত হতে পারে।
\nঅপরিবাহীর ভেতর দিয়ে ইলেক্ট্রন প্রবাহিত হতে পারেনা।
\nএই অর্ধপরিবাহীকে ইংরেজিতে সেমিকন্ডাক্টর বলা হয়।\nসিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম,গ্যালিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী।