সঠিক উত্তর হচ্ছে: বিৃটিশ আমলে
ব্যাখ্যা: ব্রিটিশ-ভারতে আমলে ১৮৯১ সালে আইন পাশ হয় স্ত্রীর বয়স ১২ (বারো) বছরের কম হলে স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না। কারণ এর চাইতে কম বয়সি মেয়ের সঙ্গে সহবাস করবার ফলে অনেক ক্ষেত্রেই স্ত্রীর মৃত্যু ঘটতে দেখা যায়। এই আইনকে বলা হয় “সহবাস সম্মতি আইন” (Age of Consent) ।