সঠিক উত্তর হচ্ছে: অর্ক
ব্যাখ্যা: সূর্য শব্দের প্রতিশব্দ অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাষ্কর, প্রভাকর, মার্তগু, সবিতা, দিনেশ, রবি, আংগুমালী, আফতাব । অর্ণব শব্দের অর্থ সমুদ্র, অম্বুধি, পয়োধি, পাথার, সাগর, জলধি, রত্মাকর, সিন্ধু । প্রসূন অর্থ পুষ্প, ফুল, কুসুম । পল্লব অর্থ গাছের পাতা, কিশলয়, কচি পাতা । \n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর]