সঠিক উত্তর হচ্ছে: ১৯১০
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের \'গীতাঞ্জলি\' কাব্য প্রকাশিত হয় ১৯১০ সনে। এটি রবীন্দ্রনাথের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ। উল্লেখ্য, ১৯১২ সালে রবীন্দ্রনাথের \'গীতাঞ্জলি\' কাব্যের ইংরেজি অনুবাদ Song offerings নামে প্রকাশিত হয়। \'Song offerings\' কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ ১৯১৩ সালের ১০ নভেম্বর বুধবার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। Song offerings এর ভূমিকা লেখেন W.B Yeates.