সঠিক উত্তর হচ্ছে: সরল বাক্য
ব্যাখ্যা: যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন- পুকুরে পদ্মফুল জন্মে৷
এখানে \'পদ্মফুল\' কর্তা (উদ্দেশ্য) এবং \'জন্মে\' সমাপিকা ক্রিয়া (বিধেয়)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।