1 উত্তর
300 মিটারের অধিক কিন্তু 1000 মিটারের কম উচ্চতা বিশিষ্ট ভূমিরূপ গুলো কে পাহাড় হিসাবে গণ্য করা হয়। সাধারণত 1000 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট ভূমিরূপ গুলিকে পর্বত বলে। পাহাড় শীর্ষদেশ গুলি ছোটো এবং মূলত সামান্য গোলাকৃতি হয়ে থাকে। পর্বতের শীর্ষদেশ খুব তীক্ষ্ম ও উঁচু হয়।