সঠিক উত্তর হচ্ছে: অক্ষি, কুন্তল, চক্ষু
ব্যাখ্যা: সরোজ, নলিনী, কুবলয় হলো পদ্ম এর সমার্থক শব্দ। অক্ষি, চক্ষু হলো চোখ\'র সমার্থক শব্দ। চিকুর শব্দের সমার্থক শব্দ হলো চুল, কেশ, কুন্তল ইত্যাদি। অম্বু, নীর, সলিল হলো পানি\'র সমার্থক শব্দ। চন্দ্র, সোম, বিধু, নিশাকর হলো চাঁদ\'র সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী