সঠিক উত্তর হচ্ছে: উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা: আকাশে চড়ে যা - খেচর\nএটি উপপদ তৎপুরুষ সমাস।\nযে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। আর কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]