সঠিক উত্তর হচ্ছে: ০ ডিগ্রি
ব্যাখ্যা: কোণ বিশেষ দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থান সেই স্থানের বিপরীত দ্রাঘিমায় অবস্থিত। স্থান দুটির দ্রাঘিমার যোগফল হবে ১৮০ ডিগ্রি। আবার স্থানদ্বয়ের দ্রাঘিমার দুরত্বও ১৮০ ডিগ্রি। তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ - ৯ম ১০ম শ্রেনী