সঠিক উত্তর হচ্ছে: ৯
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে মোট ৯ টি ছদ্মনাম ব্যবহার করে লিখেছেন। এগুলো হলো- ভানুসিংহ ঠাকুর, অকপট চন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকরাশি, দিকশুণ্য ভট্টাচার্য, নবীনকিশোর শর্মণঃ, ষষ্ঠীচরণ দেবশর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতী কনষ্ঠা, শ্রীমতী মধ্যমা। [তথ্যসূত্রঃ রবীন্দ্র আলাপ- প্রথম আলো]