সঠিক উত্তর হচ্ছে: জ্যোৎস্না
ব্যাখ্যা: যে সব সংস্কৃত শব্দ অপরিবর্তিত রূপে হুবহু বাংলায় এসেছে সে সব শব্দকে \'তৎসম শব্দ\' বলা হয়।
যেমন- জ্যোৎস্না, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, আকাশ, স্থল, মস্তক, চক্ষু, নর, নারী, বৃক্ষ ইত্যাদি৷
জ্যোছনা, গিন্নি, দই হলো অর্ধ-তৎসম শব্দ৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ