নিচের অপশন গুলা দেখুন
- ২০°
- ২২(১/২°)
- ২৩(১°/২)
- ২৩°
আমরা জানি, ঘন্টার কাটা প্রতি এক ঘরের জন্য ৩০°(যেহেতু ১২ টি ঘন্টার কাটা=৩৬০°) এবং সে মোতাবেক প্রতি মিনিটের এক ঘরের জন্য ১/২°(যেহেতু ১২ ঘন্টার ৭২০ মিনিটের জন্য কৌনিক মান ৩৬০°) হিসেব করতে হয়।
এখানে ঘন্টার কাটা ২টা ১৫ মিনিটের সময় ২ এর ঘর হতে ১৫ মিনিট এগিয়ে যায় অর্থাৎ ৭(১°/২) এগিয়ে যায় এবং মিনিটের কাটা ৩ এর ঘরে থাকে।
সুতরাং, কাটার ব্যাবধান, ৩০°-৭(১°/২)=২২(১/২°)