সঠিক উত্তর হচ্ছে: কুক্কুর, কুক্কুট, সারমেয়
ব্যাখ্যা: (ক) \'কুক্কুর, সারমেয়’ হলো ‘কুকুর\' শব্দের সমার্থক, \'কুক্কুট\' হলো মোরগ শব্দের সমার্থক। (খ) জায়া, ভার্যা, সহধর্মিণী হলো \'স্ত্রী\' শব্দের সমার্থক। (গ) \'অরবিন্দ, কুবলম, কোকনদ\' হলো \'পদ্ম\' শব্দের সমার্থক। (ঘ) মার্গ, সরণি, সড়ক\' হলো ‘পথ’ শব্দের সমার্থক শব্দ। সুতরাং সঠিক উত্তর (ক)।