সঠিক উত্তর হচ্ছে: গল্পগ্রন্থ
ব্যাখ্যা: ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা-- কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ। ব্যথার দান প্রথম প্রকাশিত হয় ফেব্রুয়ারি, ১৯২২। এই গ্রন্থে মোট গল্প আছে ৬ টি। এই গ্রন্থের গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নরনারীর প্রেমকেন্দ্রিক।