সঠিক উত্তর হচ্ছে: ২০০১-২০০৮
ব্যাখ্যা: তৃতীয় প্রজন্ম (২০০১-২০০৮): \n\n১। ডেটা স্থানান্তরে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়। তবে প্যাকেই সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা হয়।\n\n২। মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার এবং ডেটা আদান প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।\n\n৩। EDGE পদ্ধতি কার্যকর হয়। ফলে অধিক পরিমান ডেটা স্থানান্তর হয়।\n\n৪। ডেটা স্থানান্তরের গতি 2 Mbps এর অধিক।\n\n৫। মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু হয়।\n\n৬। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়।