সঠিক উত্তর হচ্ছে: 50 বার
ব্যাখ্যা: মনে রাখতে হবে, একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান রাস্তা অতিক্রম করবে।
\nএ ধরনের অংকের বেলায় সামনের চাকার পরিধি ও পেছনের চাকার পরিধির ল.সা.গু বের করলে যে মান আসবে ততটুকু রাস্তা অতিক্রম করতে ছোট চাকাটি বড় চাকার চেয়ে পরিধির পার্থক্যের সমান বার বেশি ঘুরবে।
\nচাকা দুটির পরিধির ল.সা.গু - 24 মিটার অর্থাৎ 24 মিটার পথ অতিক্রম করলে ছোট পরিধির চাকাটি বড় পরিধির চাকাটির চেয়ে দু্বার (পরিধির পার্থক্যের সমান) বেশি ঘুরবে।
\nতাহলে 600 কিমি পথ অতিক্রম করতে গেলে গাড়িটির সামনের চাকা পিছনের চাকার চেয়ে বেশি ঘুরবে= (600÷24) × 2 = 50 বার। (উত্তর)\n