সঠিক উত্তর হচ্ছে: ফারসি
ব্যাখ্যা: বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি শব্দ হলোঃ খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, রোজা, কারখানা, চশমা, জবানবন্দি, দফতর, আদমি, আমদানি, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি হাঙ্গামা। রসদ, নালিশ, বাদশাহ, দোকান, নামায, দরবার, দৌলত ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।