সঠিক উত্তর হচ্ছে: ২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা: বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরে দেশের একান্ত অর্থনৈতিক অঞ্চল বা সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল। টেরিটোরিয়াল অঞ্চল বা রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল। এছাড়া মহীসোপানের দৈর্ঘ্য ৩৫৪ নটিক্যাল মাইল। [তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী]