সঠিক উত্তর হচ্ছে: কাজী আবদুল ওদুদ
ব্যাখ্যা: কাজী আবদুল ওদুদ একজন বাঙালি প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার ছিলেন। তাঁর রচিত প্রবন্ধ- শাশ্বত বঙ্গ, সমাজ ও সাহিত্য, হিন্দু-মুসলমান বিরোধ। অন্যান্য গ্রন্থ- মির পরিবার (গল্প), পথ ও বিপথ (নাটক), আজাদ (উপন্যাস), নদীবক্ষে (উপন্যাস), এবং তার সম্পাদনায় প্রকাশিত জনপ্রিয় বাংলা অভিধান- ব্যবহারিক শব্দকোষ।