সঠিক উত্তর হচ্ছে: বিদ্যাপতি
ব্যাখ্যা: ‘মৈথিল কোকিল’ বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বুঝায়। কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথালার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিল ভাষায় সুন্দর পদাবলী ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে মৈথিল কোকিল বলা হয়। [সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]