সঠিক উত্তর হচ্ছে: অধিকরণ
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনে কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে \'সপ্তমী\' বিভক্তি হয়। এখানে ফুলে মধু আছে বাক্যটিতে ফুলে শব্দটিতে সপ্তমী বিভক্তি \'এ\' রয়েছে। উদ্দিষ্ট বস্তু সমগ্র আধার ব্যক্ত করে বিরাজমান থাকলে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। যেমন ফুলের সারা অংশব্যাপী মধু।