সঠিক উত্তর হচ্ছে: তিথিডোর
ব্যাখ্যা: বুদ্ধদেব বসু রচিত উপন্যাস \'তিথিডোর\'। তিথিডোর উপন্যাস প্রথম শ্রাবণ, করুণ রঙিন পথ, যবনিকা কম্পমান এই তিনখন্ডে বিভক্ত বাঙালির মধ্যবিত্ত শিল্পিত স্বভাব নর-নারীর জীবনযাপনের কাহিনী এই উপন্যাসে বর্ণিত। এছাড়া মর্মবাণী, ককঙ্কাবতী, স্বাগত বিদায় বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, লেখকঃ ড. সৌমিত্র শেখর]