সঠিক উত্তর হচ্ছে: বড়ু চণ্ডীদাস
ব্যাখ্যা: মধ্যযুগের প্রথম কবি বড়ু চন্ডীদাস ।\n\nবড়ু চন্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন । শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মোট ১৩ খণ্ডে রচিত । এ কাব্যের প্রধান চরিত্র-কৃষ্ণ, রাধা, বড়াই ।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর]