ব্যাখ্যা: নিউটনের গতির প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায় ________ জড়তা ও বল সম্পর্কে। প্রথম সূত্র ______ ‘বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।