সঠিক উত্তর হচ্ছে: ফিরােজ শাহ
ব্যাখ্যা: সুলতান ফিরোজ শাহ তুগলক (জন্ম: ১৩০৯- মৃত্যু: ২০শে সেপ্টেম্বর ১৩৮৮) তুগলক রাজবংশের একজন শাসক যিনি মোহাম্মদ বিন তুগলক মৃত্যুর পর ১৩৫১ সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং ১৩৮৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। তিনি \"দাক্ষিণাত্যের আকবর\" নামে সুপরিচিত ছিলেন।