নিচের অপশন গুলা দেখুন
- বাক-প্রতঙ্গ
- নাসিকাতন্ত্র
- অঙ্গধ্বনি
- স্বরতন্ত্রী
মানুষের বাগযন্ত্রই ভাষার প্রথম জন্মভূমি। এজন্যই প্রমথ চৌধুরী বলেছেন, \'বাণীর বসতি রসনায়\'। ধ্বনিই সেই বাণী বা ভাষার মূল উপকরণ। অর্থাৎ ভাষা হচ্ছে\r\n\r\nবাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির সমষ্টি। মানুষের\r\n\r\nবাগযন্ত্রই ভাষার ধ্বনিকে স্বাতন্ত্র্য দান করে। ভাষার ধ্বনির এই স্বাতন্ত্র্য-চিহ্নের ওপর গুরুত্ব দেবার জন্যই ধ্বনিবিজ্ঞানী অধ্যাপক ডানিয়েল জোন্স বলেছেন যে, ভাষা হচ্ছে Succession of sounds emitted by the organs of speech. সুতরাং ভাষা প্রক্রিয়ায় বাগযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই বাগযন্ত্রের গঠন প্রক্রিয়া ধ্বনিবিজ্ঞানের প্রথম আলোচ্য বিষয়। শরীরের উপরিভাগে অবস্থিত মধ্যচ্ছদা থেকে ঠোঁট পর্যন্ত শ্বাসবাহী যেসব বিশেষ প্রত্যঙ্গগুলি ধ্বনির উচ্চারণের সঙ্গে যুক্ত সেগুলিকে বাকপ্রত্যঙ্গ বা একত্রে বাগযন্ত্র বলে।