সঠিক উত্তর হচ্ছে: প্রভাবতী সম্ভাষণ
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত মৌলিক গ্রন্থ ‘প্রভাবতী সম্ভাষণ’(১৮৬৩)। ‘বোধদয়’ – চেম্বার্সের Rudiments of knowledge অনুসরনে রচিত। ‘নীতিবোধ’ – রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের The Moral Class Book অবলম্বনে রচিত। কথামালা – ঈশপের কাহিনী অবলম্বনে রচিত। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।