সঠিক উত্তর হচ্ছে: সবগুলো
ব্যাখ্যা: স্বল্প সংখ্যক সংযোগ থাকায় এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি।\nআকার অত্যন্ত ছোট। প্রায় 20,000 ইলেক্ট্রনিক উপাদান আইসি চিপের একক বর্গ ইঞ্চি জায়গার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়।\nঅনেক জটিল সার্কিট একটি একক চিপে অন্তর্ভুক্ত করা হয় এবং তাই এটি একটি জটিল বৈদ্যুতিক সার্কিটের নকশাকে সহজতর করে। এছাড়াও এটি সার্কিটের কর্মক্ষমতা বৃদ্ধি করে।\nওজনে হালকা।\nএকসাথে অনেকগুলো চিপ তৈরি হয় বলে মূল্য খুবই কম।\nকম বিদ্যুতের প্রয়োজন হয়।\nতাপমাত্রা কম বেশি হলেও এর কার্যকারিতা সহজে নষ্ট হয় না।\nপ্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স প্রভাব না থাকায় এদের অপারেটিং গতি অনেক উচ্চ