সঠিক উত্তর হচ্ছে: ঘটমান
ব্যাখ্যা: \'হাসান বই পড়ছে\'- ঘটমান কালের উদাহরন।
\nঘটমান বর্তমান সম্পাদনা:
যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলা হয়।
\nযেমন: আমার ছোট ভাই লিখছে।
হামিম এবং নাহিদ এখনো ফুটবল খেলছে।
ঘটমান অতীত সম্পাদনা:
\nযে ক্রিয়া অতীত কালে চলেছিল, তখনো শেষ হয়নি বোঝায়, তাকে ঘটমান অতীত কাল বলা হয়।
\nযেমন: রিতা ঘুমাচ্ছিল।
\nতিনি মেয়েটির চেহারা কেমন জানতে চাইছিলেন।\nঘটমান ভবিষ্যৎ সম্পাদনা:
\nযে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলা হয়।
\nযেমন: সুমন হয়তো তখন দেখতে থাকবে।
\nমনীষা দৌড়াতে থাকবে।