সঠিক উত্তর হচ্ছে: কুসুমকুমারী দাশ
ব্যাখ্যা: কুসুমকুমারী দাশের বিখ্যাত কবিতা আদর্শ ছেলে। তার রচিত এই কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করায় সর্বাধিক পরিচিত। যার প্রথম দুই চরণ \'\'আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে?\'\'। উৎস: Hello BCS লেকচার।