সঠিক উত্তর হচ্ছে: শিখা
ব্যাখ্যা: সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন \'মুসলিম সাহিত্য সমাজ\' ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এ সংঘটনের মূলমন্ত্র ছিলো বুদ্ধির মুক্তি। সংঘটনটি ১৯২৭ সালে \'শিখা\' নেম একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে। শিখার মুখবাণী ছিলো - \'জ্ঞান যেখানে সীমাবদ্ধ,বুদ্ধি সেখানে আড়ষ্ট,মুক্তি সেখনে অসম্ভব\'।