ব্যাখ্যা: ত ও দ এর পর শ থাকলে ত ও দ - এর স্থলে চ এবং শ - এর স্থলে ছ উচ্চারিত হয়। যেমন - চলৎ + শক্তি = চলচ্ছক্তি, উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল, উৎ+ শ্বাস = উচ্ছ্বাস ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।