সঠিক উত্তর হচ্ছে: ১৯১৩ সালে
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর \'\'গীতাঞ্জলি\'\' কাব্য রচনার জন্য সর্বাধিক বিখ্যাত। \'\'গীতাঞ্জলি\'\' কাব্যগ্রন্থ W.B. Yeats এর সহযোগিতায় তিনি ইংরেজিতে অনুবাদ করেন। \'\'গীতাঞ্জলি\'\' ১৯১০ সালে প্রকাশিত হয় এবং এই \'\'গীতাঞ্জলি\'\' কাব্য রচনার জন্য ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার পান।