সঠিক উত্তর হচ্ছে: মৌলভীবাজার
ব্যাখ্যা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে একবার রোপণে ধানের গাছে বছরজুড়ে পাঁচবার ফলন এসেছে। ধানের এ নতুন জাত উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী ধান গবেষক ও জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। বোরো হিসেবে বছরের প্রথমে লাগানো এ ধান ১১০ দিন পর পেকেছে। ওই গাছেই পর্যায়ক্রমে ৪৫ দিন পরপর একবার বোরো, দু’বার আউশ এবং দু’বার আমন ধান পেকেছে। এক গাছে পাঁচ ফলনের এমন ঘটনা পৃথিবীতে বিরল বলে জানান বিজ্ঞানীরা। আবেদ চৌধুরী ওই গাছেই ছয়বার ফসল তোলার গবেষণা চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]